Thursday, June 18, 2020

দেশে আক্রান্ত ১ লাখ ছাড়াল

ফাতেহ ডেস্ক:

চব্বিশ ঘণ্টায় ৩ হাজার ৮০৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশে ১ লাখ ছাড়িয়েছে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৯২ জন।

সতেরোতম দেশ হিসেবে করোনায় আক্রান্তে ১ লাখের ঘরে নাম উঠল বাংলাদেশের। সেই সঙ্গে আক্রান্তে বৈশ্বিক তালিকায় উন্নতি হলো আরও এক ধাপ। কানাডাকে টপকে বাংলাদেশের অবস্থান এখন সতেরোতম।

আক্রান্তের পাশাপাশি সবশেষ চব্বিশ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে দেশে। ৩৮ নতুন মৃত্যু নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ জনে। সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৯৭৫ জন। তাতে মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.৩৯ শতাংশ। মৃত্যুর হার ১.৩১ শতাংশ এবং সুস্থতার হার ৩৯.২৬ শতাংশ।

-এ

The post দেশে আক্রান্ত ১ লাখ ছাড়াল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3djamVy

No comments:

Post a Comment