Monday, June 15, 2020

কক্সবাজারে দেড় হাজার ছাড়ালো করোনা রোগী, রোহিঙ্গাসহ ২৮ মৃত্যু

ফাতেহ ডেস্ক:

কক্সবাজারে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ১৪ই জুন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫১৫। সুস্থ হয়েছেন ৩৫৪ জন।

এ পর্যন্ত রোহিঙ্গা সহ মারা গেছেন ২৮ জন। এরমধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৬ জন, রামু উপজেলায় ১ জন, চকরিয়া ৩ জন, উখিয়া উপজেলায় ২ জন ও টেকনাফ উপজেলায় ৩ জন, রোহিঙ্গা শরনার্থী ৩ জন। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত কক্সবাজার সদরে।

এদিকে, মোট ১৫১৫ করোনা ভাইরাস রোগী নিয়ে দেশের ৬৪ জেলার মধ্যে কক্সবাজার জেলা চতুর্থ স্থানে রয়েছে। এর আগে কক্সবাজার জেলা ষষ্ঠ স্থানে ছিলো। ঢাকা, চট্টগ্রাম ও নারায়নগঞ্জ জেলা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে।

রোববার পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮৯ জন, রামুতে ১১৬ জন, চকরিয়ায় ২৪৯ জন, পেকুয়ায় ৭২ জন, মহেশখালীতে ৫৪জন, কুতুবদিয়ায় ৭ জন, টেকনাফে ১০১ জন, উখিয়ায় ২২৭ জন। এছাড়া, রোহিঙ্গা শরনার্থী আক্রান্ত হয়েছেন ৩৮ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ১১৩৭৫ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫৪ জন করোনা রোগী।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। শহরের প্রধান সড়কে যানবাহন নেই, নেই তেমন লোকসমাগমও। দোকানপাট, শপিং মল, ব্যাংক-বিমা, ব্যবসাকেন্দ্র সবই বন্ধ।

গত ৬ই জুন থেকে কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ড এবং ৭ই জুন থেকে টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া উপজেলার কিছু অংশে রেড জোন ঘোষণা করা হয়। গত রবিবার সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার পৌরসভায় কঠোর লকডাউন চলছে। তবে চকরিয়া সহ তিন উপজেলায় রেড় জোনে লকডাউন ঘোষনা হলেও স্থানীয় অসচেতন মানুষ তা পুরোপুরি মানছেনা। ফলে প্রশাসন জরিমানা সহ বেশকিছু দোকান সিলগালা করতে বাধ্য হয়েছেন।

বিএমএ প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলার যে কথা ছিল তা কেউ মানেনি। এ কারণেই কক্সবাজারে করোনা রোগী বেড়ে গিয়েছে।’ জেলা সদর হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আব্দুর রহমান বলেন, ‘অন্যান্য যে ভেন্টিলেটরের দরকার ছিল তা এখানে এখনও নেই।’

তবে সচেতনমহলের দাবি, ‘অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণে সংক্রমণ বাড়ছে। অ্যাডভোকেট আয়াছুর রহমান বলেন, রোগী আক্রান্তের দিক ও ব্যবস্থাপনা উভয়ের সমন্বয়হীনতা না হলে আমরা ঝুঁকির মধ্যে পড়বো।’

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘স্থানীয় কাউন্সিলর, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক করে করোনা সংক্রমণ রোধের চেষ্টা চলছে। সপ্তাহের রবি ও বৃহস্পতিবার সীমিত সময়ের জন্য কাচাবাজার, মুদিদোকান, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছে। নাগরিকরা যদি এরকম সাপোর্ট দেয়, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকে তাহলে হয়ত আগামী দু’সপ্তাহের মধ্যে জেলায় করোনা সংক্রমণের হার কমে আসবে।’

-এ

The post কক্সবাজারে দেড় হাজার ছাড়ালো করোনা রোগী, রোহিঙ্গাসহ ২৮ মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3d0jHRO

No comments:

Post a Comment