Tuesday, June 2, 2020

গণপরিবহনের ভাড়া না বাড়িয়ে তেলের দাম কমান: মুফতি ফয়জুল্লাহ

ফাতেহ ডেস্ক:

করোনার এই বিপর্যয়কালীন সময়ে বাস ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বিগ্ন প্রকাশ করেছেন ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সাধারণ মানুষ নিয়ে ভাবুন। অবিলম্বে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন। গণপরিবহনের ভাড়া বৃদ্ধি না করে তেলের দাম কমান। যদি সত্যিই স্বাস্থ্যবিধি মেনে কোনো পরিবহন চলে এবং এতে যদি বাস মালিকের ক্ষতি হয়, তবে ভর্তুকি দিন। জনগণের কাঁধে দায় চাপিয়ে দেবেন না।’

এই দুর্যোগে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে ‘মরার উপর খাড়ার ঘা’ বলেও অভিহিত করেন মুফতি ফয়জুল্লাহ।

The post গণপরিবহনের ভাড়া না বাড়িয়ে তেলের দাম কমান: মুফতি ফয়জুল্লাহ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3csw0WG

No comments:

Post a Comment