ফাতেহ ডেস্ক:
বাজেটে স্বাস্থ্যখাত নিয়ে জাতির সাথে মস্করা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
মঙ্গলবার এক অডিও বার্তায় তিনি বলেন, করোনার এই কঠিন মুহূর্তে স্বাস্থ্যখাত নিয়ে এই নির্মম তামাশা জাতিকে হতভম্ব করেছে। গোটা বিশ্ব যেখানে করোনার ভয়াল থাবা থেকে বাঁচতে মরিয়া, সেখানে এই বাজেটে মাত্র ৫ হাজার ৫৫৫ কোটি টাকা বাড়িয়ে মাত্র ২৯ হাজার ২৪৭ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। এই সংখ্যা যে কত অন্তঃসারশূন্য তা বুঝতে আরো কিছু সংখ্যা দেখতে হবে।
ইউনুছ আহমাদ বলেন, ২৯ হাজার ২৪৭ কোটি টাকার অর্ধেকের বেশি অর্থাৎ ১৬ হাজার ৭৪৭ কোটি টাকা চলে যাবে কেবল বেতন-ভাতা ও পরিচালন ব্যয়ে। বাকি টাকার বড় একটি অংশ যাবে ভবন নির্মাণ ও অবকাঠামো খাতে। স্বাস্থ্য সেবার মৌলিক উন্নয়ন ও গবেষণায় তেমন কোন বরাদ্দ নেই। দেশে স্বাস্থ্য খাতকে কতটা অবহেলা করা হয় তা পরিষ্কার।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বাজেটের ১৫% ও জিডিপির ৫% স্বাস্থ্য খাতে ব্যয় করার কথা। কিন্তু বাজেটের ৫% ও জিডিপির ১% এর কম স্বাস্থ্য খাতে বরাদ্দ দেয়া হয়। করোনার এই ভয়ঙ্কর সময়েও বরাদ্দ দেয়া হয়েছে বাজেটের ৫.২%। বিশ্বে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি ব্যয় করা (১৬.৯%) যুক্তরাষ্ট্রেই যেখানে করোনায় ১ লক্ষাধিক মানুষ মারা গেছে সেখানে স্বাস্থ্য খাতে বিশ্বে সর্বনি¤œ ব্যয় করা বাংলাদেশের কি পরিস্থিতি হবে তা কল্পনা করতেও শিউরে উঠে।
ইউনুছ আহমাদ আরো বলেন, প্রসঙ্গত, দক্ষিণ এশিয়াতেই স্বাস্থ্যখাতে মাথাপিছু মালদ্বীপ ব্যয় করে ২০০০ ডলার, শ্রীলংকার ৩৬৯, ভারত ২৬৭, পাকিস্তান ১২৯, আর বাংলাদেশ করে মাত্র ৮৮ ডলার। জিডিপির তুলনায় স্বাস্থ্য খাতে সবচেয়ে কম ব্যয় করে যথাক্রমে মোনাকো, পাপুয়া নিউগিনি ও ব্রুনাই। বাংলাদেশ এই তিনটিরও পেছনে। বাজেটে অর্থমন্ত্রী ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে থোক বরাদ্দ দেয়া আর দুর্নীতিবাজদের পকেটে টাকা তুলে দেয়া সমান অর্থবোধক। স্বাস্থ্যমন্ত্রণালয় এই অকাজে আরো পারদর্শি। আমরা ভেবে পাচ্ছি না, এই থোক বরাদ্দ কি তিনি দুর্নীতিবাজদের উপহার হিসেবে দিলেন?
-এ
The post বাজেটে স্বাস্থ্যখাত নিয়ে জাতির সাথে মস্করা করা হয়েছে: ইসলামী আন্দোলন appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2YB5s0C
No comments:
Post a Comment