Saturday, June 13, 2020

করোনায় আক্রান্ত ৩ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী, ২৮ চিকিৎসকের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে দেশে তিন হাজার ১৬৪ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ২৮ জন চিকিৎসক মারা গেছেন। শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

তারা জানায়, কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে আরও পাঁচজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, এখন পর্যন্ত এক হাজার তিনজন চিকিৎসক, ৮৫৩ নার্স এবং এক হাজার ৩০৮ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকদের মৃত্যুতে শোক জানিয়ে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, তাদের জন্য কান্না নয়, বরং তাদের বীরত্বগাথা ও সাহসী আত্মোৎসর্গ আমাদের গৌরবান্বিত করেছে। আমাদের আগামীর দুর্গম যাত্রায় তারা পথ দেখিয়েছেন।

-এ

The post করোনায় আক্রান্ত ৩ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী, ২৮ চিকিৎসকের মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3fnnRVA

No comments:

Post a Comment