Sunday, March 22, 2020

কাল থেকে লকডাউন কলকাতা

ফাতেহ ডেস্ক

করোনা রোধে কাল থেকে লকডাউন কলকাতা। করোনা রোধে কলকাতাসহ পশ্চিমবঙ্গের সব পৌর এলাকা লকডাউনের ঘোষণা। আগামীকাল থেকে কার্যকর।

আগামীকাল বিকেল ৪টা থেকে এই লকডাউন শুরু হবে। আগামী ৩১শে মার্চ পর্যন্ত এ লকডাউন চলবে। কলকাতার পাশাপাশি , দেশের ৭৫টি গুরুত্বপূর্ণ শহর এই লকডাউনের আওতায় থাকবে। এই বিষয়ে সকল রাজ্য প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে।

ভারতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭০। পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা এখন চার।

এদিকে, রবিবার সারা দেশজুড়ে চলছে কারফিউ।

-এ

The post কাল থেকে লকডাউন কলকাতা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/33Dowxc

No comments:

Post a Comment