ফাতেহ ডেস্ক
বিশ্বের প্রায় সব দেশেই করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। বিশ্বব্যপী প্রাণ হারিয়েছে প্রায় সাড়ে ১৬ হাজার আর আক্রান্ত প্রায় ৪ লাখ মানুষ।
সোমবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস বলেছেন, করোনা মহামারি প্রকট আকার ধারণ করছে। তবে এখনো এর গতি রোধ করা সম্ভব বলে মনে করেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশের কাছে পরীক্ষার বিষয়টির ওপর প্রবলভাবে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন টেডরস। বলেছেন, রক্ষণাত্মক খেললে ফুটবল খেলায় জয়ী হওয়া যায় না। আক্রমণও করতে হবে। এসময় বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্য কর্মীদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ড. টেড্রস। তিনি মনে করেন, পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই না থাকার কারণেই এমনটা ঘটেছে।
-এ
The post করোনা-মহামারি প্রকট হচ্ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2UfQSux
No comments:
Post a Comment