আন্তর্জাতিক ডেস্ক
ব্রিটিশ সিংহাসনের উত্তারাধিকারী প্রিন্স চার্লসের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে ক্লারেন্স হাউস। এনবিসি
৭১ বছর বয়সী চার্লসের করোনার সামান্য সিম্পটমসের খবর নিশ্চিত করে বিবৃতিতে জানানো হয়, “তাছাড়া তার অবস্থা স্বাভাবিক।”
বিবৃতিতে আরো বলা হয়, ” চিকিৎসক ও সরকারের পরামর্শে প্রিন্স স্কটল্যান্ডের রাজকীয় প্যালেসে স্বেচ্ছা এসোলিয়েশনে আছেন।” তার স্ত্রী ক্যামেলিয়ার করোনা টেস্টে নেগেটিভ হওয়াতে তিনি নিরাপদে আছেন বলে জানানো হয়।
তব তিনি ঠিক কোথা থেকে ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা বলা নিশ্চিত হওয়া সম্ভব নয়। কারণ গত কয়েক সপ্তাহে ব্রিটিশ যুবরাজ নাগরিকদের সাথে প্রচুর ব্যস্ত সময় কাটিয়েছেন।
অন্যদিকে রানীর প্রাসদ বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে জানানো হয়, “ রানী সুস্থ আছেন। এবং রানী সর্বশেষ প্রিন্স চার্লসকে ১২ মার্চ সকালে দেখেছিলেন।”
The post ব্রিটিশ সিংহাসনের উত্তারাধিকারী প্রিন্স চার্লস করোনাতে আক্রান্ত appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2wzC40E
No comments:
Post a Comment