Thursday, March 26, 2020

দেশে করোনায় নতুন আক্রান্ত ৫

ফাতেহ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৪।

তিনি জানান, নতুন আক্রান্ত পাঁচজনের মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন। তিনজন সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাই পুরুষ। আরেকজন কীভাবে আক্রান্ত হলেন, তা জানার চেষ্টা চলছে।

মোট ৪৪ জন করোনা রোগীর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। বাকিরা বাড়িতে বা সরকারের তত্ত্বাবধানে হাসপাতালে সম্পূর্ণ আইসোলেশনে আছেন।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে সরাসরি অনলাইন প্রেস ব্রিফিং-এ তিনি এসব তথ্য জানান। প্রেস ব্রিফিং আয়োজন করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

-এ

The post দেশে করোনায় নতুন আক্রান্ত ৫ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/33UnBsE

No comments:

Post a Comment