Tuesday, March 24, 2020

করোনার লাশ পোড়ানোর বিরুদ্ধে ব্রিটিশ মুসলিম ও ইহুদীরা একজোট

আন্তর্জাতিক ডেস্ক

করোনাতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পুড়িয়ে ফেলা সংক্রান্ত আইনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ মুসলিম ও ইহুদীরা।

তুর্কি পত্রিকা ডেইলি সাবাহ জানায়, ব্রিটেনে করোনা মোকাবেলার অংশ হিসেবে ইতোমধ্যে ব্রিটিশ পার্লামেন্টে একটি প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাবের আলোকে লাশ পুড়িয়ে ফেলার জন্য সরকারকে অনুমোদন দেয়া হবে।

ধর্মীয় শিক্ষার সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে ইহুদী ও মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এটাকে কিছুতেই মেনে নিতে পারছেন না।

যদিও আইনে লাশ পোড়ানোর ব্যাপারে ব্যক্তির ইচ্ছার প্রতি সন্মান জানানো হবে বলে নিশ্চিত করা হচ্ছে। তবে চিকিৎসার প্রয়োজনে লাশ পোড়ানোর সুযোগও রাখা হচ্ছে।

ব্রিটিশ ইহুদী পরিষদ প্রস্তাবিত আইনে ধর্মীয় রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শনের আহবান জানান। অন্যদিকে ব্রিটিশ ইসলামিক কাউন্সিলও আইনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

The post করোনার লাশ পোড়ানোর বিরুদ্ধে ব্রিটিশ মুসলিম ও ইহুদীরা একজোট appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Ugq0dL

No comments:

Post a Comment