Sunday, March 29, 2020

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃত্যু ৩৪ হাজার, আক্রান্ত সোয়া ৭ লাখ

ফাতেহ ডেস্ক

করোনা ভাইরাসে বিশ্বব্যাপী ৭ লাখ ২২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৩৪ হাজার মানুষের। তবে সুস্থ হয়ে উঠেছেন দেড় লাখ মানুষ।

এদিকে, করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে ২ লাখ মানুষ মারা যেতে পারে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ বিজ্ঞানী অ্যান্থনি ফসি। সিএনএনে দেয়া এক সাক্ষাতকারে তিনি এই মন্তব্য করেন। এরপর পরই, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রজুড়ে সামাজিক দূরত্বের মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেন।

রাশিয়ায় করোনার প্রকোপ বাড়তে থাকায় রাশিয়ার রাজধানী মস্কোতে শহরভিত্তিক কোয়ারেন্টাইন ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অতিপ্রয়োজন ছাড়া কেউ ঘরের বের হতে পারবেনা বলে সতর্কতা জারি করা হয়েছে।

-এ

The post বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃত্যু ৩৪ হাজার, আক্রান্ত সোয়া ৭ লাখ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/39nOmGU

No comments:

Post a Comment