Monday, March 30, 2020

আলেম পরিবারে সহায়তা কার্যক্রম শুরু করেছে সিয়ানাহ ট্রাস্ট

ফাতেহ ডেস্ক

সিয়ানাহ ট্রাস্টের উদ্যোগে করোনা ভাইরাসে পর্যুদস্ত ১০০ আলেম পরিবার সহায়তা তহবিল কার্যক্রম শুরু হয়ে সর্বশেষ ১৫৫ পরিবারে গিয়ে ঠেকেছে৷

আজ মঙ্গলবার সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আরাবিয়া শামীমাবাদ মাদরাসায় অনুদান হস্তান্তর কার্যক্রমের সূচনা হয়৷

অনুদান হস্তান্তর সূচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিয়ানাহ ট্রাস্টের অন্যতম উপদেষ্টা ও শামীমাবাদ মাদরাসার মুহতারাম মুহতামিম মাওলানা সৈয়দ শামীম আহমদ, সিয়ানাহ ট্রাস্টের অন্যতম উপদেষ্টা ও জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ সাহেব৷ সিয়ানাহ ট্রাস্টের আমীর মুফতি জিয়াউর রহমান৷ অর্থ যিম্মাদার হা, মাওলানা আসআদ বিন সিরাজ, সদস্য মুফতি সালেহ আহমদ, সদস্য মুফতি দানিয়াল মাহমুদ, সদস্য মাওলানা লুকমান হাকিম, মাওলানা হাবিবুল হক প্রমুখ৷

মাওলানা সৈয়দ শামীম আহমদ নিজের বক্তব্যে বলেন, এরকম বৈশ্বিক বিপর্যয়কর পরিস্থিতিতে সিয়ানাহ’র এমন কার্যক্রম সত্যিই প্রশংসার দাবী রাখে। করোনার প্রভাবে পর্যদুস্ত পরিবারগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি তিনি আহবান জানান।

মাওলানা শাহ মমশাদ আহমদ তার বক্তব্যে বলেন, সমাজের প্রতিটি গোষ্ঠী নিজের জ্ঞাতি ভাইদের জন্য কল্যাণমূলক কাজ করে যায়। সিয়ানাহ’র সদস্যবৃন্দ তরুণ আলেম হওয়ায় উলামায়ে কিরামের প্রয়োজন বুঝতে পেরে তাদের সাহায্যে এগিয়ে এসেছে যা একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

স্বাগত বক্তব্যে সিয়ানাহ’র আমীর মুফতী জিয়াউর রহমান ট্রাস্টের আহবানে সাড়া দেওয়ায় দেশ বিদেশের সকল অনুদান প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এরকম মহতি কাজে অংশগ্রহণের জন্য উদাত্ত আহবান জানান।

-এ

The post আলেম পরিবারে সহায়তা কার্যক্রম শুরু করেছে সিয়ানাহ ট্রাস্ট appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2xDTtpq

No comments:

Post a Comment