ফাতেহ ডেস্ক
করোনাভাইরাসের কারণে শিল্প-কারখানা বন্ধ হলে শ্রমিকদের সরকারি তহবিল থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী।
কারখানা বন্ধ করলেই করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে না। তবে, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
রবিবার (২২শে মার্চ) বিকেলে রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনে করোনাভাইরাস সংক্রমণে সমস্যা মোকাবিলায় শিল্প কারখানার শ্রম পরিস্থিতি সম্পর্কে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান শ্রম প্রতিমন্ত্রী।
সেই সঙ্গে, বেতন-ভাতা বন্ধ হলে সরকারি তহবিল থেকে শ্রমিকদের সহায়তা করা হবে বলেও জানান তিনি। এরপর, গার্মেন্টস খাতের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শ্রম প্রতিমন্ত্রী।
এদিকে, আজও নতুন করে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর। নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি আরও জানান, করোনায় আক্রান্ত মোট ২৭ জনের মধ্যে মোট পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২০ জন। আইসোলেশনে ৪০ জন। আর করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন শনাক্ত হয়েছেন। তিনজনের ১ জন মহিলা ২ জন পুরুষ বলেও জানান সেব্রিনা ফ্লোরা।
-এ
The post ‘বেতন-ভাতা বন্ধ হলে সরকারি তহবিল থেকে শ্রমিকদের সহায়তা’ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3abJHsL
No comments:
Post a Comment