ফাতেহ ডেস্ক:
দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি শেষ। শিগগিরই খোলা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ৬ দিন করে ক্লাস নেয়া হবে। ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্যও সিলেবাস কমানো হবে।
দেশে করোনা কারণে প্রায় ১১ মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রস্তুতির নির্দেশ দেয়–শিক্ষা মন্ত্রণালয়।
এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি প্রায় শেষ। মন্ত্রণালয় বলছে-শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে করোনার টিকা। শিগগিরই খোলা হতে পারে প্রতিষ্ঠানও। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে ৬ দিন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেয়া হবে।
চলতি বছরের এসএসসি পরীক্ষায় কমানো হয়েছে সিলবাস। কাজ চলছে এইচএসসির সিলেবাস কমানোরও। ২০২২ সালেও কমছে সিলেবাস। আগামী বছরে পরীক্ষার্থীদের ক্লাশ হবে সপ্তাহে দুই দিন।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদেরও অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়া হবে। এরপরই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়া হবে।
আগামী ৪ ফেব্রুয়ারির মধ্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। যাতে করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আদেশ পাওয়া মাত্রই প্রতিষ্ঠান প্রস্তুত থাকতে পারে।
ওই নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।
করোনা মহামারির কারণে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে এ ছুটি কয়েক দফায় বাড়ানো হয়। এছাড়াও করোনার কারণে স্কুল কলেজে পাবলিক পরীক্ষায়ও সরকার কিছু পরিবর্তন আনে।
The post শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি শেষ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2Z7mrbm
No comments:
Post a Comment