আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে শ্রীলঙ্কায় মৃত্যু হওয়া মুসলমানদের দাহ করার নীতিতে জাতিসঙ্ঘে অভিযোগ জানিয়েছে ব্রিটেনের মুসলমানরা। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির এই নীতিকে ‘অন্যায় ও বৈষম্যমূলক’ হিসেবে উল্লেখ করে শিগগির তা প্রত্যাহার করার আহ্বান জানান তারা। খবর আল জাজিরা।
শুক্রবার শ্রীলঙ্কায় করোনা সংক্রমণে স্বজন হারানো মুসলিম পরিবারগুলোর পক্ষে ব্রিটিশ মুসলিম সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান বাইন্ডম্যানসের সহায়তায় জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে (ইউএনএইচআরসি) এই অভিযোগ দায়ের করে।
গত বছরের মার্চে করোনাভাইরাস সংক্রমণ প্রথম শনাক্তের পর শ্রীলঙ্কায় ভাইরাস সংক্রমণে বা সংক্রমণের সন্দেহ থাকা মৃতদের বাধ্যতামূলকভাবে দাহ করার আদেশ দেয়া হয়।মৃতকে দাহ করার এই নীতিতে মুসলমানরা ছাড়াও লাশ দাফন করায় অভ্যস্ত দেশটির সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায় অসন্তুষ্ট হয়েছে। করোনাভাইরাস সংক্রমণে মৃতদের দাফনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নির্দেশনা থাকলেও শ্রীলঙ্কায় লাশ দাহ করার বাধ্যতামূলক নীতিতে দেশটির মুসলিম সম্প্রদায়ের সাথে সাথে খ্রিস্টানরাও ক্ষোভ প্রকাশ করে আসছে।
এমসিবি ও শ্রীলঙ্কায় স্বজন হারানো মুসলিম পরিবারের পক্ষের আইনজীবী তাইয়াব আলী এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের মক্কেলরা এরমধ্যেই করোনাভাইরাস সংক্রমণে তাদের পরিবারের সদস্য হারিয়ে ব্যথিত। এই অবস্থায় শ্রীলঙ্কান সরকারের অপ্রয়োজনীয়ভাবে প্রিয়জনদের লাশ দাহ করতে বাধ্য করার মাধ্যমে এই ব্যথা বাড়ানো সত্যিই নিষ্ঠুরতা।’
The post শ্রীলঙ্কায় মুসলিমদের লাশ দাহ : জাতিসঙ্ঘে ব্রিটেনের মুসলমানদের অভিযোগ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3p16SwE
No comments:
Post a Comment