Wednesday, February 3, 2021

বাইডেন সরকারে নিয়োগ আমেরিকার ইতিহাসে প্রথম সমকামী মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

৩৯ বছর বয়সী পিট ব্যাটিগিগ একজন প্রকাশ্য সমকামী। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর পিট ব্যাটিগিগকে তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ঘোষণা দেন। প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনে টান্সপোর্টেশন মন্ত্রী পদে সিনেট আজ তার মনোনয়ন নিশ্চিত করেছে।

এদিকে ‘লেসবিয়ান গে বাই সেক্সুয়েল ট্র্যান্সজেন্ডার কুইয়ার’ শীর্ষক মার্কিন সংগঠনের প্রেসিডেন্ট কেইট এলিস পিট ব্যাটিগিগকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকায় সমকামীদের অধিকার আদায়ের দীর্ঘ লড়াই আরেকটি সাফল্যের ধাপে পৌঁছেছে। এছাড়াও পিটের বিজয়ে সমকামী মহলগুলোও উচ্ছ্বসিত। নাগরিক অধিকারের পক্ষে এ বিষয়টিকে একটি অগ্রসর পদক্ষেপ হিসেবে দেখছেন তারা।

পিট বলেছেন, আমেরিকার বর্ণবাদ ও অর্থনৈতিক বাস্তবতার সাথে সংযোগ সৃষ্টির জন্য অবকাঠামো অবস্থা খুবই জরুরি বিষয়। পরিবহন মন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট বাইডেনের জলবায়ু পরিবর্তন, করোনা মহামারী সহ অন্যান্য সকল বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।

আরিজোনা থেকে নির্বাচিত প্রথম উভয়লিঙ্গের সিনেটর ক্রিস্টেন সাইনেমা মঙ্গলবার পিট ব্যাটিগিগ মনোনয়ন নিশ্চিত করার শুনানিতে সভাপতিত্ব করেন। তিনি সিনেটে তার মনোনয়ন ৮৬ ভোটে নিশ্চিত করেন। বিপক্ষে পড়ে ১৩ ভোট। বাইডেনের মন্ত্রিসভায় সবচেয়ে কম বয়সের মন্ত্রী তিনি। ৫৫ হাজার কর্মী ও বার্ষিক বিশাল বাজেটের ফেডারেল পরিবহন বিভাগের নেতৃত্ব দেবেন পিট ব্যাটিগিগ।

The post বাইডেন সরকারে নিয়োগ আমেরিকার ইতিহাসে প্রথম সমকামী মন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3oJYku3

No comments:

Post a Comment