ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাস মহামারির মধ্যে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো মজবুত হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। শুক্রবার সন্ধ্যায় কলকাতায় ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ভারত-বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে আঞ্চলিক সহযোগিতার মডেল তৈরি করছে। দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক বেশি মজবুত। করোনার সময় আমাদের সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে।
তিনি বলেন, মহামারির সময়ও দুই দেশের মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়েছে। এমনকি একাধিকবার মাস্ক, স্যানিটাইজার পাঠানো হয়েছে বাংলাদেশে। এখন করোনা ভ্যাকসিনও পাঠানো হচ্ছে। সুতরাং সম্পর্ক আরো মজবুত হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছেন জানিয়ে শ্রিংলা বলেন, গত বছর একাধিকবার ঢাকায় গিয়েছি। পারস্পরিক মতবিনিময় হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঢাকা সফরের দিকে তাকিয়ে রয়েছেন।
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক এ হাইকমিশনার জানান, আগামী মার্চে ঢাকা সফরে আসছেন নরেন্দ্র মোদি। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উৎসবে উপস্থিত থাকবেন ভারতীয় প্রধানমন্ত্রী, সেসময় শেখ হাসিনার সঙ্গে বৈঠকও করবেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
The post করোনার মধ্যে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো মজবুত হয়েছে : শ্রিংলা appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3pUMAG9
No comments:
Post a Comment