ফাতেহ ডেস্ক:
প্রতিটি মানুষ যেন করোনার টিকা পায় সেজন্য গ্রামের মানুষদের উদ্বুদ্ধ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯তম জাতীয় সমাবেশে গণভবন থেকে ভার্চৃয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বীরত্তোপূর্ণ অবদানের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বিশেষ পদকে ভুষিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি অর্জনে আনসার বাহিনীর ভুমিকা রয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিয়েসহ সমাজের ব্যাধিগুলো দুর করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিশেষ ভুমিকা পালনের আহ্বান জানান।
The post টিকা নিতে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করতে আনসার-ভিডিপিকে অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3jFGqr6
No comments:
Post a Comment