ফাতেহ ডেস্ক:
জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ’র শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। আজ সন্ধ্যায় ফেসবুকে তাঁর ভেরিফায়েড পেইজে একটি স্ট্যাটাসে এ তথ্য জানিয়ে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। ফেসবুকের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ)-এর শারীরিক অবস্থা বেশ অস্থিতিশীল। পরিস্থিতি কিছুটা অবনতি হলে তাঁকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপনাদের নিকট শায়খের জন্য দোয়ার আরজি পেশ করছি।’
এর আগে বৃহস্পতিবার রাতে ফেসবুকে তাঁর ভেরিফায়েড পেইজে একটি স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়ে সকলের কাছে দোয়া চাওয়া হয়। ফেসবুকের পোস্টে বলা হয়:
আপনাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ কয়দিন যাবত অসুস্থবোধ করছিলেন। গতকাল তিনি অসুস্থতার তীব্রতা অনুভব করেন। রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা গুরুতর হলে রাত ৩:০০ টায় তাঁকে ঢাকার পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তাঁর শরীর থেকে কোভিড টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। টেস্টে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে।
The post শায়খ আহমাদুল্লাহ’র শারীরিক অবস্থার অবনতি, বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3jmZwlH
No comments:
Post a Comment