Thursday, February 18, 2021

মাস্ক ছাড়া প্রবেশ নয়, থাকছে ৩ স্তরের নিরাপত্তা

ফাতেহ ডেস্ক:

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে মাস্ক ছাড়া কাউকেই ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। ব্যক্তি পর্যায়ে এক সাথে ২ জন ও প্রতিষ্ঠান বা সংগঠন পর্যায়ে ৫ জন শ্রদ্ধা জানাতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ঢাকা বিশ্বিবিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনা দেন তিনি।নির্ধারিত প্রবেশ পথ ছাড়া অন্যকোনো স্থান দিয়ে কাউকে শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান তিনি।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএমপি কমিশনরা শফিকুল ইসলাম জানান, ২১ ফেব্রুয়ারি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ স্তরের নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। তল্লাসির পর সবাইকে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। কোনো ধরনের জঙ্গিবাদের হুমকি বা হামলার আশঙ্কা না থাকলেও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।শহীদ মিনারের প্রতি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, এ বছর ভিন্ন একটি পরিবেশে একুশে ফেব্রুয়ারি পালিত হতে যাচ্ছে। করোনাভাইরাসের টিকা অনেকে নিয়েছেন এবং অনেকে নিচ্ছেন। তারপরও শহীদ মিনারে আসার ক্ষেত্রে সবাইকে নিরুৎসাহিত করব।

The post মাস্ক ছাড়া প্রবেশ নয়, থাকছে ৩ স্তরের নিরাপত্তা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3dmiQPe

No comments:

Post a Comment