Saturday, January 2, 2021

দেশে যেকোনো দিন টিকার অনুমোদন

ফাতেহ ডেস্ক:

যুক্তরাজ্যের অনুমোদনের পর এবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার অনুমোদন দিতে যাচ্ছে ভারত। ইতিমধ্যেই গত শুক্রবার ভারত সরকার গঠিত এ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি এই টিকার অনুমোদন দিয়েছে। এখন ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিজিআইর (ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা) অনুমোদন পেলেই সে দেশে টিকাদান কর্মসূচির প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি বাংলাদেশও এই টিকা আনতে পারবে।

ভারতের সেরাম ইনস্টিটিউট এই টিকা তৈরি করছে। তাদের থেকে বাংলাদেশের জন্য তিন কোটি টিকা আনবে দেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি। এ জন্য সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকোর সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে সরকারকে এই টিকা দেবে বেক্সিমকো। প্রতি টিকার দাম পড়বে ৫ ডলার। এমনকি টিকা কেনা বাবদ অগ্রিম সাড়ে ৬শ কোটি থেকে সাতশ কোটি টাকা এ সপ্তাহের মধ্যেই সেরামকে দেওয়ার প্রস্তুতিও নিয়েছে সরকার।

বেক্সিমকো বলছে, ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন পাওয়ার বিষয়টি এখন সময়ের ব্যাপারমাত্র। প্রতিষ্ঠানের কর্মকর্তারা মনে করছেন, আগামীকাল সোমবার ভারতের ডিসিজিআই টিকার অনুমোদন দেবে। এ অনুমোদন পেলেই টিকার ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমোদন হিসেবে গণ্য হবে। এরপর শুরু হবে বাংলাদেশ সরকারের অনুমোদন প্রক্রিয়া। ভারতের অনুমোদনের চিঠি দেশের ওষুধ প্রশাসন অধিদপ্তরকে জমা দেবে বেক্সিমকো। এই প্রতিষ্ঠানের অনুমোদন পেলেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা আনার প্রক্রিয়া শুরু হবে। তবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের পাশাপাশি ডব্লিউএইচওর অনুমোদনের বিষয়েও সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে সরকার ডব্লিউএইচওর অনুমোদনের ব্যাপারে কী ধরনের ও কত দ্রুত পদক্ষেপ নিতে পারে, সেটার ওপর নির্ভর করছে দেশে এই টিকা আসার বিষয়টি।

এ ব্যাপারে বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার ও মুখপাত্র রাব্বুর রেজা গতকাল শনিবার রাতে বলেন, ভারতের বিশেষজ্ঞ কমিটি অনুমোদন দিয়েছে। এখন দরকার সে দেশের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন। সেটা হলে সেই অনুমোদনের চিঠি আমরা দেশের ওষুধ প্রশাসন অধিদপ্তরকে জমা দেব। পরে অনুমোদন দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার যত দ্রুত অনুমোদন দেবে, আমরা তত দ্রুত টিকা আনতে পারব।

The post দেশে যেকোনো দিন টিকার অনুমোদন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3pJxD9s

No comments:

Post a Comment