Sunday, December 13, 2020

আল্লামা কাসেমীর জানাযা পড়াবেন ছোট ছেলে মুফতি জাবের

ফাতেহ ডেস্ক:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম, দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন আল্লামা নূর হোসাইন কাসেমীর জানাযারা নামাজ পড়াবেন তার ছোটো ছেলে মুফতি জাবের কাসেমী।

বারিধারায় রাতে এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকসূত্রে জানা গেছে, জানাজার নামাজের পূর্বে পাঁচজন কথা বলবেন। জমিয়ত এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা জিয়াউদ্দিন। হেফাজতের পক্ষ থেকে হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। বেফাকের পক্ষ থেকে বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান। বারিধারা মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামীম নাজমুল হাসান। আল্লামা কাসেমী রহ. এর পরিবারের পক্ষ থেকে ছোটভাই আল্লামা আবদুল কুদ্দুস।
এছাড়া নামাজে বায়তুল মোকাররম মসজিদের মাইক ছাড়াও নিজস্ব আরো মাইক ব্যবহারের সিদ্ধান্ত হয়।

এ বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ পান মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।

এর আগে আল্লামা নূর হোসাইন কাসেমী গতকাল (১৩ ডিসেম্বর) বেলা ১ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ১ ডিসেম্বর ঠাণ্ডাজনিত কারণে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ভর্তি করানো হয়। সন্দেহ থেকে পরীক্ষা করানো হয় করোনা। তবে কয়েক দফা পরীক্ষা করে তার করোনা নেগেটিভ আসে।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাই ডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেয়া হয়। পরে অবস্থার আরো অবনতি হলে রাত ৮টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে (১১ ডিসেম্বর) শুক্রবার সকালে অক্সিজেনের মাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসে। রক্তচাপ ও হৃৎস্পন্দনও স্বাভাবিক হয়। আজ দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

আজ সকাল নয়টায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

The post আল্লামা কাসেমীর জানাযা পড়াবেন ছোট ছেলে মুফতি জাবের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3oSD4lZ

No comments:

Post a Comment