আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর চীনের উহানে এ নিয়ে প্রতিবেদনকারী সাংবাদিক ঝ্যাং ঝানের (৩৭) বিচার সোমবার শুরু হয়েছে। খবর এএফপির।
ঝ্যাংয়ের বিরুদ্ধে করা সংশ্লিষ্ট মামলার বিচার সাংহাইয়ের একটি আদালতে সোমবার সকালে শুরু হয়। এ সময় আদালতের বাইরে তার সমর্থকরা জড়ো হন। কিন্তু বিচারকাজ দেখতে আসা সাংবাদিক ও পর্যবেক্ষকদের আদালতে ঢুকতে দেয়নি পুলিশ।
সরকারি আইনজীবীরা ঝ্যাংকে চার থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার সুপারিশ করেছেন। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
ঝ্যাং ঝান গত ফেব্রুয়ারিতে উহানে যান। সেখান থেকে তিনি কতগুলো প্রতিবেদন করেন। এসব প্রতিবেদন সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। এর পরই সরকারের রোষানলে পড়েন তিনি।
The post করোনা নিয়ে রিপোর্ট করা চীনা সাংবাদিকের বিচার শুরু appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3n0rWT6
No comments:
Post a Comment