ফাতেহ ডেস্ক: করোনাকালীন সময়ে বেসরকারি হাসপাতালোকে আরো মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে, সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য সেবা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এসময় তিনি বলেন, ‘কোন বেসরকারি হাসপাতাল অতিরিক্ত বিল করে আমানবিকতার পরিচয় দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশ্বে পূর্ণাঙ্গ বার্ণ ইউনিট নির্মাণ করা হবে জানিয়ে তিনি আরো বলেন, ‘অক্সিজেন সিলিন্ডারের দাম ও বিভিন্ন টেস্টের ফি নির্ধারণে কমিটি কাজ করছে।’
এর আগে, সকালে বার্ন ইউনিট নির্মাণের জন্য জায়গা চিহ্নিত করতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এসময় সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের প্রশাসক ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post ‘বেসরকারি হাসপাতাল অতিরিক্ত বিল নিলে কঠোর ব্যবস্থা’ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3r6LLve
No comments:
Post a Comment