ফাতেহ ডেস্ক:
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে সারা দেশের ২৫৪টি খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে এক কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২০তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ধর্ম প্রতিমন্ত্রী ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভায় অনুষ্ঠিত হয়। স
ভায় সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বড়দিন উপলক্ষে প্রাপ্ত এক কোটি ১৫ লাখ টাকার অনুদান ২২৪টি চার্চ, গির্জা, উপাসনালয়, কবরস্থান, ধর্মীয় প্রতিষ্ঠানে দেওয়া হবে। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এনডাওমেন্ট তহবিলের আয় থেকে প্রাপ্ত ২২ লাখ টাকা ৩০টি চার্চ, গির্জা, উপাসনালয়, কবরস্থান, ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। প্রাপ্ত অনুদান দিয়ে এসব ধর্মীয় প্রতিষ্ঠানের মেরামত, সংস্কার ও উন্নয়নে ব্যয় করা হবে।
সভায় কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে বড়দিনের উৎসব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
The post বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান পাচ্ছে ১ কোটি ৩৮ লাখ টাকা appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3rpo1T7
No comments:
Post a Comment