ফাতেহ ডেস্ক:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম, দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন আল্লামা নূর হোসাইন কাসেমীর গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আল্লামা কাসেমীর মৃত্যুতে জাতি ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে একজন আপোষহীন ব্যাক্তিত্ব এবং যোগ্য অভিভাককে হারালো।
নেতৃবৃন্দ তাঁর রূহের মাগফেরাতের জন্য দোয়া করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আল্লামা নূর হোসাইন কাসেমী গতকাল (১৩ ডিসেম্বর) বেলা ১ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ১ ডিসেম্বর ঠাণ্ডাজনিত কারণে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ভর্তি করানো হয়। সন্দেহ থেকে পরীক্ষা করানো হয় করোনা। তবে কয়েক দফা পরীক্ষা করে তার করোনা নেগেটিভ আসে।
এদিকে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাই ডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেয়া হয়। পরে অবস্থার আরো অবনতি হলে রাত ৮টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে (১১ ডিসেম্বর) শুক্রবার সকালে অক্সিজেনের মাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসে। রক্তচাপ ও হৃৎস্পন্দনও স্বাভাবিক হয়। আজ দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
The post আল্লামা কাসেমীর ইন্তেকালে খেলাফত ছাত্র আন্দোলনের শোক appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2K0RPoe
No comments:
Post a Comment