Monday, December 14, 2020

এশিয়ায় ফাইজারের টিকার প্রথম অনুমোদন দিল সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধে প্রথম এশীয় দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারে অনুমোদন দিল সিঙ্গাপুর। সোমবার এক টেলিভিশন বক্তব্যে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী লি হেসিয়েন লুং।

তিনি বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। টিকা ক্রয়ে ৭৫০ মিলিয়ন ডলার বরাদ্দের কথাও জানান লি।

সিনোভ্যাক ও মডার্নার টিকা ক্রয়েও চুক্তি করেছে সিঙ্গাপুর। অর্ডার করা টিকার প্রথম চালান পৌঁছাবে চলতি মাসের শেষ নাগাদ। ২০২১ সালে তৃতীয় প্রান্তিকে সবার জন্য টিকা নিশ্চিত সম্ভব হবে বলেও জানান লি।

এদিকে কানাডায় সীমিত পরিসরে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি। প্রথম ধাপে প্রয়োগ হচ্ছে ৩০ হাজার ডোজ। অগ্রাধিকার তালিকায় আছেন বয়োবৃদ্ধ ও ফ্রন্টলাইনের স্বাস্থ্যকর্মীরা।

The post এশিয়ায় ফাইজারের টিকার প্রথম অনুমোদন দিল সিঙ্গাপুর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3gO4975

No comments:

Post a Comment