Monday, December 14, 2020

২৪ ঘণ্টায় ৯ হাজারের বেশি প্রাণ কেড়েছে করোনা

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে আরো ৯ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস। একই সময়ে নতুন করে সাড়ে ৫ লাখের বেশি মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ১৫ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৭ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৬৭৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৬ লাখ ২৭ হাজার ৭৯৭ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ১৩ লাখ ২২ হাজার ৭২২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ কোটি ২ লাখ ২৮ হাজার ১৫৯ জন করোনারোগী।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ১ কোটি ৬৯ লাখ ৪২ হাজার ৮২২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৯৯ লাখ ৬ হাজার ৫০৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৬৯ লাখ ২৯ হাজার ৪০৯ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ২৬ লাখ ৮১ হাজার ২৫৬ জন ও ফ্রান্সে পঞ্চম সর্বোচ্চ ২৩ লাখ ৭৯ হাজার ৯১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

কোভিড-১৯ মহামারীতে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৩ লাখ ৮ হাজার ৮৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু বেড়ে ১ লাখ ৮১ হাজার ৯৪৫ জনে দাঁড়িয়েছে। ভারতে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৪৩ হাজার ৭৪৬ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজার ২৯৮ জন ও ইতালিতে পঞ্চম সর্বোচ্চ ৬৫ হাজার ১১ জনের প্রাণ কেড়েছে করোনা।

The post ২৪ ঘণ্টায় ৯ হাজারের বেশি প্রাণ কেড়েছে করোনা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/34daoMU

No comments:

Post a Comment