Saturday, March 21, 2020

তরুণদেরও সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, একদিনে মৃত্যু ১৩০০

ফাতেহ ডেস্ক

কোভিড-১৯ (নভেল করোনাভাইরাস) এ শুধু বয়স্করা নয়, তরুণরাও সমান ঝুঁকিতে আছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। গতকাল শুক্রবার সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস বলেন, বয়স্করা বেশি আক্রান্ত হলেও নিরাপদে নেই নয় তরুণেরা।

কভিডের সংক্রমণ রোধে বিভিন্ন দেশে তরুণদের সতর্কতামূলক বিধিনিষেধ না মানার খবর দেখে গতকাল অনলাইন সংবাদ সম্মেলনে তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস এই সতর্কবার্তা দেন বলে বিবিসি জানিয়েছে।

ডাব্লিউএইচওয়ের মহাপরিচালক বলেন, যদিও বয়স্কদের মৃত্যু বেশি হচ্ছে, তবুও তরুণদের প্রতি আমি বলব, আপনারাও ঝুঁকিমুক্ত নন। এই ভাইরাস আপনাকেও হাসপাতালে পাঠাতে পারে, আপনাকে দুর্বল করে তুলতে পারে, এমনকি মৃত্যু ঘটাতে পারে।

তরুণরা কম আক্রান্ত হলেও তাদের বিচরণে অন্যদের আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কার কথাও জানান গ্যাব্রিয়েসাস। আর সেজন্য তরুণদের অবাধে ঘোরাফেরা এবং প্রবীণদের সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শও দেন তিনি।

কভিডের বিস্তার থেকে নিজ দেশের নাগরিকদের রক্ষায় নানা পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিচ্ছেন বিভিন্ন দেশের সরকার প্রধানরা। ঠিক তখনই এমন সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, কভিডে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে ১৩শর বেশি মানুষের। এতে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। প্রথমবার মৃত্যু হয়েছে সিঙ্গাপুরে। সংক্রমণ রোধে মঙ্গলবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত গোটা দেশ লকডাউনের ঘোষণা দিয়েছে কলম্বিয়া।

কভিডের বিস্তার ঠেকাতে ৩০ দিনের জন্য সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কিউবা। আর ডমিনিক রিপাবলিকে জারি করা হয়েছে কারফিউ। কার্ফিউয়ের কারণে বন্ধ থাকবে সব ধরনে গণযোগাযোগ ব্যবস্থা। ফ্রান্সের সিটি অফ নাইসেও ৩১ মার্চ পর্যন্ত চলবে কারফিউ।

নিউজিল্যান্ডে আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। সংক্রমণ রুখতে নাগরিকদের প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করা, ৭০ ঊর্ধ্ব বয়স্কদের ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।

প্রথমবারের মত মৃত্যু নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দেশ পেরু ও প্যারাগুয়ে। জিম্বাবুয়েতেও প্রথমবারের মত শনাক্ত হয়েছে কভিড রোগী। মেক্সিকো ও দক্ষিণ কোরিয়াতেও বেড়েছে আক্রান্তের সংখ্যা।

আগামী দুই সপ্তাহের জন্য ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় থাকছে জরুরি অবস্থা। বন্ধ থাকবে সিনেমা হলসহ সকল বিনোদনকেন্দ্রও। তবে সীমিত রয়েছে গণপরিবহন চলাচল আর সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকেই কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও দিনমজুরদের দৈনিক মজুরি দেয়া হবে জানিয়েছে দেশটির গভর্নর।

প্রতিবেশি দেশ ভারতে বেড়েছে আক্রান্তের সংখ্যা। একদিনেই দেশটিতে ৫০ জন নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। সংক্রমণ রোধে ৭০ বছরের মধ্যে প্রথমবারের মত পশ্চিমবঙ্গের কফিহাউস ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

-এ

The post তরুণদেরও সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, একদিনে মৃত্যু ১৩০০ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3abbERE

No comments:

Post a Comment