ফাতেহ ডেস্ক:
রাজধানীর তিনটি কেন্দ্রে আজ সোমবার সকাল থেকে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এ ছাড়াও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে।
চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা চলমান টিকা কার্যক্রমে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া তিন কেন্দ্রে প্রাথমিকভাবে কিছু মানুষকে ফাইজারের টিকা দেওয়া হবে। এই টিকা গ্রহীতাদের সাত থেকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ে বড় কোনো সমস্যা দেখা না দিলে এই টিকা দেওয়ার পরিমাণ বাড়ানো হবে।
ফাইজারের এক লাখের কিছু বেশি টিকা বাংলাদেশ পেয়েছে করোনার টিকা সংগ্রহ ও বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে। এই টিকা অতি শীতল তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। দেশে শুধু ঢাকা শহরেই এই টিকা দেওয়া হবে।
দেশে এখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া চলছে। গতকাল শনিবার থেকে চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। ফাইজারের টিকা দেওয়া শুরুর পরে এক সঙ্গে তিন ধরনের টিকা দেওয়া চলছে।
The post ফাইজারের টিকা দেওয়া শুরু, অগ্রাধিকার চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3gHvkSM
No comments:
Post a Comment