ফাতেহ ডেস্ক :
মহামারি করোনা সংক্রমণ রোধে বাগেরহাট জেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার (২৩ জুন) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান।
সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। এ সময়ে গণপরিবহন বন্ধ থাকবে। এক উপজেলা থেকে অন্য উপজেলায় লোকজনের চলাচল বন্ধ থাকবে। তবে কৃষিপণ্য পরিবহন ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা এর আওতামুক্ত থাকবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন ৩০ জুন মধ্য রাত পর্যন্ত কার্যকর থাকবে।
তিনি জানান, লকডাউনের বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। মাইকিংসহ বিভিন্ন প্রচারমাধ্যমে লককডাউন মান্য করার জন্য প্রচার করা হবে। লকডাউন না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।
The post বাগেরহাটে এক সপ্তাহের লকডাউন ঘোষণা appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3j5rm81
No comments:
Post a Comment