ফাতেহ ডেস্ক:
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় যশোরে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। ২৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রশাসন আরও কঠোর অবস্থানে থাকবে বলে করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এই সাতদিন সর্বাত্মক বিধিনিষেধ প্রতিপালনের জন্য নতুন করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ জুন থেকে যশোর পৌর এলাকা ও নওয়াপাড়া পৌরসভা এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রশাসন। এরপর যশোর পৌরসভার লাগুয়া উপশহর, নওয়াপাড়া, আরবপুর ও চাঁচড়া ইউনিয়ন, ঝিকরগাছা সদর, বেনাপোল পৌরসভা, কেশবপুর পৌরসভায় কঠোর বিধিনিষেধে জারি করা হয়। তাতেও জেলায় করোনা সংক্রমণের লাগাম টেনে ধরা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় যশোরে ৩০ জুন পর্যন্ত চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
এবারে সাতদিন সর্বাত্মক বিধিনিষেধের মধ্যে কাঁচা বাজার, মাছ বাজার, ফুল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। একই সঙ্গে সকল প্রকার দোকানপাট, শপিংমল, হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান, বিপণী বিতান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে। এছাড়াও জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল, গণপরিবহন ও ট্রেন চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে সিএনজি, রিকশা, ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, থ্রি হুইলারসহ সকল যান চলাচল বন্ধ থাকবে। তবে রোগী ও জরুরি পরিবহন সেবা চালু থাকবে। মসজিদে প্রতি ওয়াক্তে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমসহ পাঁচজন ও জুমার নামাজে ২০ জন মুসল্লির বেশি অংশ নিতে পারবেন না। এছাড়াও মাস্ক পরিধান ও বাইরে প্রবেশে নিষেধাজ্ঞাসহ অন্যান্য সকল নির্দেশনা বলবত থাকবে
The post যশোরে বিধিনিষেধ বাড়ল আরও সাতদিন appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3wNuFF7
No comments:
Post a Comment