ফাতেহ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিমান চলাচল সংস্থা ইত্তেহাদ এয়ারওয়েজ বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল থেকে বিমান চলাচলের স্থগিতাদেশ আগামী ৭ জুলাই পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে। সোমবার ইত্তেহাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জুলাই পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল থেকে সংযুক্ত আরব আমিরাতে ইত্তেহাদের বিমান চলাচল স্থগিত থাকবে। যে সকল যাত্রী আমিরাতে প্রবেশের আগে ১৪ দিনের মধ্যে এই সকল দেশ সফর করেছেন, তারা আমিরাতে প্রবেশ করতে পারবেন না।
তবে আমিরাতি নাগরিক, আমিরাতি গোল্ডেন ভিসাধারী ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের সদস্যদের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না।
এর আগে ভারত থেকে আমিরাতে বিমান চলাচলের স্থগিতাদেশ ইতোমধ্যেই ৬ জুলাই পর্যন্ত বাড়ানোর ঘোষণা করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাত গত ২২ এপ্রিল ভারত থেকে এবং ১২ মে বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল থেকে যাত্রী পরিবহণকারী বিমান চলাচলে স্থগিতাদেশ দেয়। তবে এই দেশগুলো থেকে আমিরাতে মালবাহী বিমান চলাচল অব্যাহত রয়েছে।
সূত্র : গালফ টুডে
The post বাংলাদেশ-আমিরাত বিমান চলাচলে স্থগিতাদেশ বাড়লো appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3pSrXeO
No comments:
Post a Comment