ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঢাকার সাথে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রেলমন্ত্রী নূরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ (২২ জুন) রাত ১২টা থেকে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হবে। রেলের পশ্চিমাঞ্চল অর্থাৎ দেশের উত্তরাঞ্চলে কোনো ট্রেনই চলবে না। তবে সিলেট ও চট্টগ্রামের মধ্যে ট্রেন চলাচল থাকবে।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
এর আগে ঢাকার চারপাশে সাত জেলায়- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও গোপালগঞ্জে বিধিনিষেধ (লকডাউন) ঘোষণা করা হয়। আজ ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত ওই সাত জেলায় এই বিধিনিষেধ কার্যকর হয়েছে।
The post মধ্যরাত থেকে ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3zLXGmq
No comments:
Post a Comment