ফাতেহ ডেস্ক:
যুক্তরাজ্যে ‘নতুন ধরনের’ করোনাভাইরাসের সন্ধান পাওয়া গেছে, যার বিরুদ্ধে সম্প্রতি উদ্ভাবিত ভ্যাকসিন কাজ করছে না। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ খবর দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমগুলো।
ম্যাট হ্যানককের বরাত দিয়ে গতকাল সোমবার স্কাই নিউজ ও বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ‘নতুন ধরনের’ এই করোনাভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন কাজ করছে না বলেও জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হাউজ অফ কমন্সে ম্যাট হ্যানকক জানান, ‘নতুন ধরনের’ করোনা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটির দক্ষিণাঞ্চলে ইতোমধ্যে এক হাজারেরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছে বলে খোঁজ পাওয়া গেছে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, কমপক্ষে ৬০টি এলাকায় এসব রোগী আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, গত কয়েক মাসে বিশ্বের অন্যান্য দেশেও ভাইরাসের এই রূপের অস্তিত্ব পাওয়া গেছে।
ম্যাট হ্যানকক দেশটির সংসদ সদস্যদের জানান যে, এখনো এ বিষয়ে পরামর্শ দেওয়ার মতো কিছু নেই। এতে যারা আক্রান্ত হচ্ছে, তাদের লক্ষণ প্রকাশ পাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো আক্রান্তদের ভ্যাকসিনে কাজ হচ্ছে না।
ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানানো হয়েছে বলেও জানান হ্যানকক।
এদিকে, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানানোর পর বুধবার মধ্যরাত থেকে রাজধানী লন্ডন, এসেক্স ও হার্টফোর্ডশায়ারের কিছু অংশে বিধি-নিষেধ কঠোর করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
The post ‘নতুন’ করোনাভাইরাস, ‘কাজ করছে না’ ভ্যাকসিন! appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/37hvN9E
No comments:
Post a Comment