Monday, December 14, 2020

তৃতীয় ধাপে ৬৪ পৌরসভায় নির্বাচন ৩০ জানুয়ারি

ফাতেহ ডেস্ক:

তৃতীয় ধাপে দেশের ৬৪টি পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) এসব পৌরসভা ও সিটি করপোরেশনের ভোটের তারিখ ঘোষণা করে।

ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করে বলেন, কমিশনের অনুমোদনের পর আজ এই তফসিল দেওয়া হয়েছে। ৬৪টি পৌরসভার সবগুলোতেই ব্যালট পেপারে ভোট হবে। নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ইসির তফসিল অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচন ২৮ ডিসেম্বর। এ সময় ২৫টি পৌরসভার নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি। ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় ও ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাস মহামারির মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করতে চায় কমিশন। তার মধ্যে তিন ধাপে ১৫০টি পৌরসভার তফসিল ঘোষণা করা হলো।

The post তৃতীয় ধাপে ৬৪ পৌরসভায় নির্বাচন ৩০ জানুয়ারি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3mjmQkc

No comments:

Post a Comment