ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাস প্রতিরোধী টিকা সরবরাহে সংঘবদ্ধ অপরাধী চক্রের নিশানা হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল)। দুর্বৃত্তদের নেটওয়ার্ক বাজারে নকল টিকা বিক্রি করতে পারে, এমন ধারণা পোষণ করে বিশ্বজুড়ে এমন সতর্কতা জারি করেছে সংস্থাটি।
গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি তাদের ১৯৪টি সদস্য রাষ্ট্রের জন্য বৈশ্বিক সতকর্তা (গ্লোবাল এলার্ট) জারি করেছে। অপরাধী চক্র যাতে সরাসরি এবং অনলাইনের মাধ্যমে দুর্বৃত্তরা করোনার টিকা বিক্রি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছে।
ইন্টারপোলের মহাসচিব ইয়োরগেন স্টক বলেন, বিভিন্ন দেশ একদিক থেকে করোনার টিকা বাজারের আনার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে অপরাধী চক্র টিকা সরবরাহ ব্যবস্থায় তাদের কালো হাত ঢোকাতে চাইছে। বিভিন্নভাবে এ প্রস্তুতি বিঘ্ন ঘটানোর ছক কষছে।’
ইয়োরগেনের ধারণা, অপরাধী চক্র ভুয়া ওয়েবসাইট ও মিথ্যা রোগ নিরাময়ের কথা বলে সাধারণ মানুষকে তাদের প্রতারণার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। তিনি বলেন, ‘এতে করে চক্রটির ফাঁদে পা দেওয়া মানুষরা নকল টিকা গ্রহণ করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন, এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে।’
The post করোনার নকল টিকা বিক্রির আশঙ্কা ইন্টারপোলের appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/36w5qMO
No comments:
Post a Comment