আন্তর্জাতিক ডেস্ক:
শুধু শ্বাসনালী ও ফুসফুস নয়, নাক দিয়ে মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে করোনাভাইরাস। এটি সংক্রমিত করছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে। এর ফলেই স্বাদ-গন্ধ হারিয়ে যাওয়াসহ বিভিন্ন উপসর্গে ভুগছেন মানুষ।
সম্প্রতি জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। নেচার নিউরো-সায়েন্সেস পত্রিকায় ওই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মস্তিষ্কে ভাইরাস পৌঁছাচ্ছে বিষয়টি আগে জানা গেলেও কিভাবে পৌঁছাচ্ছে, তা নিয়ে এতদিন স্পষ্ট কিছু জানা যায়নি।
গবেষকরা জানান, নাক দিয়েই মস্তিষ্কে ভাইরাস পৌঁছে যাওয়ায় করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে- রোগীর স্বাদ-গন্ধ হারিয়ে যাওয়া, মাথা ব্যথা, পেশির যন্ত্রণা ইত্যাদি।
প্রতিবেদনে দেখা যায়, পরীক্ষা চলাকালীন কোনো কোনো রোগীর নাকের ভেতরে (ন্যাসো ফ্যারিংস) ভাইরাসের কিছু উপাদান মিলেছে। একই উপাদান মিলেছে ওই রোগীর মস্তিষ্কেও। সেই সূত্র ধরেই বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসেছেন।
The post নাক দিয়ে মস্তিষ্কে পৌঁছাচ্ছে ভাইরাস : বার্লিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3lnH3Fe
No comments:
Post a Comment