Saturday, July 3, 2021

লকডাউনের তৃতীয় দিন: ঢাকায় ১৮৪ জন গ্রেফতার

ফাতেহ ডেস্ক:

করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের (লকডাউন) তৃতীয় দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ১৮৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে ৫০ হাজার ৬৪০ টাকা জরিমানা করেছে।

করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে বৃহস্পতিবার ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সূত্র : বাসস

The post লকডাউনের তৃতীয় দিন: ঢাকায় ১৮৪ জন গ্রেফতার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2TuY9cc

No comments:

Post a Comment