ফাতেহ ডেস্ক:
করোনা মহামারীর সাথে পাল্লা দিয়ে বর্তমানে যেভাবে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে তা খুবই আশঙ্কাজনক। এমনিতেই দেশের মানুষ করোনায় বিপর্যস্ত, তার উপর ডেঙ্গুর ব্যাপক উল্লম্ফন জনজীবনকে বিষিয়ে তুলছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের শত কোটি টাকার মশক নিধন প্রকল্প থাকলেও দুর্নীতির কারণে তা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়া এ বিপর্যয়ের অন্যতম কারণ। তাছাড়া ডেঙ্গু চিকিৎসায় সরকারী ও বেসরকারী হাসপাতালগুলোর অপ্রতুল ব্যবস্থাপনায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে আশংকাজনক এ অবস্থার দ্রুত লাগাম টেনে ধরতে হবে। অন্যথায় দেশ গভীর সংকটে নিপতিত হবে।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, এসব মহামারী আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ। ব্যাপক অনাচার, অত্যাচার, অনৈতিকতার কারনে এ ধরনের দুর্যোগ নেমে আসে বলে কুরআন হাদীসে বর্ণিত হয়েছে। তাই জাতীয় ভাবে তওবার ডাক দিয়ে সবাই আল্লাহর দ্বারস্থ হওয়া অত্যন্ত জরুরী। সরকারকে সর্বাগ্রে এ কাজে এগিয়ে আসতে হবে।
বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন, পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান প্রমুখ।
The post ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন: নেজামে ইসলাম appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3fnBZRd
No comments:
Post a Comment