Saturday, July 31, 2021

আমি নিজেকে একনায়কে পরিণত করবো না: কায়েস সাইদ

আন্তর্জাতিক ডেস্ক:

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ বলেছেন, তিনি নিজেকে একনায়কে পরিণত করবেন না। শুক্রবার তিউনিসিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই প্রতিশ্রুতি দেন তিনি।

এদিকে তিউনিসিয়ায় ‘অভ্যুত্থান’ করার দায়ে প্রেসিডেন্ট সাইদের সমালোচনকারী দুই পার্লামেন্ট সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে কায়েস সাইদ বলেন, ‘সংবিধানের পাঠ সম্পর্কে আমি ভালোভাবেই অবহিত, তা সম্মান করি ও শিক্ষা দেই। সর্বোপরি আমি নিজেকে একনায়কে পরিণত করবো না, যা কেউ কেউ বলছেন।’

গত রোববার প্রেসিডেন্ট কায়েস সাইদের বিতর্কিত পদক্ষেপের পর অনেক বিশেষজ্ঞই তাকে তিউনিসিয়ায় গণতন্ত্রের পথ ব্ন্ধ করে দিয়ে একনায়কত্ব প্রতিষ্ঠার পথ তৈরি করার বিষয়ে অভিযুক্ত করছেন।

এর আগে ২৫ জুলাই করোনা পরিস্থিতিতে দেশটিতে সৃষ্ট দুর্যোগে আকস্মিক সরকারবিরোধী বিক্ষোভের পর রাতে প্রেসিডেন্ট কায়েস সাইদ দুই বছর আগে নির্বাচিত পার্লামেন্ট ৩০ দিনের জন্য স্থগিত, প্রধানমন্ত্রী হিশাম মাশিশিকে বরখাস্ত ও নিজের হাতে নির্বাহী ক্ষমতা নেয়ার ঘোষণা দিয়ে আদেশ জারি করেন। তিউনিসিয়ার রাজনৈতিক দলগুলো এই আদেশকে ‘সাংবিধানিক অভ্যুত্থান’ বলে অভিযোগ করছে।

সূত্র : আলজাজিরা

The post আমি নিজেকে একনায়কে পরিণত করবো না: কায়েস সাইদ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2VcbHtY

No comments:

Post a Comment