ফাতেহ ডেস্ক:
দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় ইতিপূর্বে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে কর্মহীন দুই হাজার ২০ জন শিক্ষককে পাঁচ কোটি পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষকদের আপদকালীন সহায়তা হিসেবে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২০ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জনপ্রতি ২৫ হাজার টাকা অনুদান পাবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ২০১৭ সালে ইসলামিক ফাউন্ডেশন দেশের প্রতিটি উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৬ষ্ঠ পর্যায়) অধীনে ‘দারুল আরকাম’ নামে এক হাজার ১০টি মাদ্রাসা প্রতিষ্ঠা করে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হয়। দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পুনরায় চালু করার লক্ষ্যে নতুন প্রকল্প তৈরির কাজ চলমান রয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।
The post ২ হাজার মাদ্রাসা শিক্ষককে পাঁচ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/33ZCtGV
No comments:
Post a Comment