ফাতেহ ডেস্ক:
দেশের প্রত্যেক জেলা ও উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদগুলোর প্রবেশমুখে সুরক্ষা (ডিসইনফেকশনার) গেট স্থাপনে আবেদন করা হয়েছে। আবেদনে করোনার সংক্রমণ থেকে দেশের মুসল্লিদের রক্ষায় ঈদের আগে সরকারি খরচে এ গেট স্থাপনের কথা বলা হয়েছে।
সোমবার (৩ মে) ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের (এনএলসি) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালককে (ডিজি) কাছে এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদে যান। কিন্তু সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে করোনার সংক্রমণ থেকে বাঁচতে মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ আদায় করছেন। তবে যেকোনো মুহূর্তে মসজিদে আসা মুসল্লিরা করোনার সংক্রমণে আক্রান্ত হয়ে জীবন হারানোর ঝুঁকিতে রয়েছেন। তাই দেশের সব মসজিদের দরজায় সুরক্ষা গেট স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে। যাতে মসজিদে আসা ধর্মপ্রাণ মুসলমানরা জীবাণুমুক্ত হয়ে মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করতে পারেন। তাই দেশের প্রত্যেক জেলা/উপজেলার কেন্দ্রীয় মসজিদগুলোর প্রবেশমুখে সরকারি খরচে ঈদের আগে সুরক্ষা (ডিসইনফেকশনার) গেট স্থাপনের অনুরোধ জানাচ্ছি।
The post মসজিদে সুরক্ষা গেট স্থাপনে ধর্ম মন্ত্রণালয়ে আবেদন appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3vBHdhF
No comments:
Post a Comment