আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে হ্যাটট্রিকের পর প্রথমবার জয় নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নিজ বাড়ির সামনে মাইক হাতে মমতা বললেন, ‘সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা সুরক্ষাবিধি মেনে চলুন। বিজয় মিছিল এখন করবেন না। ৬ টার পর সাংবাদিক বৈঠক করব। কোভিডের জন্য যত্ন নিন। প্রথম কাজ কোভিডের বিরুদ্ধে লড়াই করা। বাংলার জয়। বাংলাই পারে।’
বিজেপিকে রুখে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছে তৃণমূল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় পেয়েছে জোড়াফুল শিবির। নন্দীগ্রামে রুদ্ধশ্বাস লড়াইয়ে শুভেন্দু অধিকারীকে হারিয়ে জয়ের মুখ দেখেছেন মমতা। নন্দীগ্রামে জয় নিশ্চিত হতেই কালীঘাটে বাড়ির সামনে অনুগামীদের উদ্দেশে প্রথম প্রতিক্রিয়া দেন মমতা।
পশ্চিমবঙ্গে ২০৭ আসনে এগিয়ে মমতার তৃণমূল। আর ৮৩ আসনে এগিয়ে বিজেপি। রাজ্যের সরকার গঠন করতে দরকার ১৪৮ আসন, যা ইতোমধ্যে অর্জন হয়ে গেছে তৃণমূলের।
সূত্র: আনন্দবাজার, এই সময়
The post বিজয় মিছিল করবেন না: মমতা appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3aRRrTa
No comments:
Post a Comment