আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের সমগ্র জনগোষ্ঠীর ৭০ শতাংশের টিকাকরণ না হওয়া পর্যন্ত করোনাকে নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ রিজিওনাল ডিরেক্টর হান্স ক্লুগ। এসময় তিনি ভারতে পাওয়া বি.১৬১৭ স্ট্রেনের সংক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। খবর নিউইয়র্ক টাইমসের।
বিশ্বের বেশিরভাগ দেশেই এখনও টিকাকরণের বেশিরভাগটাই বাকি রয়েছে। ক্লুগ যে অঞ্চলের দায়িত্বে আছেন সেখানের মধ্যে রয়েছে এশিয়ার কিছু দেশ। এসব দেশে জনসংখ্যার প্রায় ২৬ শতাংশ সবে করোনার টিকার এক ডোজ পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এক ডোজ পেয়েছেন ৩৬.৬ শতাংশ মানুষ। দুই ডোজ সম্পূর্ণ হয়েছে মাত্র ১৬.১ শতাংশের। অর্থাৎ ৭০ শতাংশ পৌঁছাতে এখনও ঢের দেরি।
এমন অবস্থায় সেই মাস্ক, স্যানিটাইজার এবং শারীরিক দূরতেবিধি পালনকেই একমাত্র উপায় বলে জানাচ্ছেন হান্স ক্লুগ। তিনি বলছেন, সবাইকে সতর্ক থাকতে হবে। আসুন আমরা একসঙ্গে মিলে করোনাকে লাল কার্ড দেখাই।
The post ‘সমগ্র বিশ্ববাসীর ৭০ শতাংশ টিকা না পেলে করোনা নির্মূল সম্ভব নয়’ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3vC3s7z
No comments:
Post a Comment