Tuesday, April 6, 2021

ইসরাইলের টিকার চালান আটকে দিল ফাইজার

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ওষুধ তৈরি প্রতিষ্ঠান ফাইজার ইজরাইলের টিকার চালান আটকে দিয়েছে। টাকা পরিশোধ না করায় প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর জেরুজালেম পোস্টের।

ওই প্রতিবেদনে বলা হয়, ইজরাইল ফাইজারের কাছ থেকে কেনা প্রথম এক কোটি ডোজের মূল্য পরিশোধ করেছে।

কিন্তু পরের চালানগুলোর টাকা এখনও পরিশোধ করেনি। যে কারণে ফাইজার আপাতত টিকা পাঠাতে অস্বীকার করেছে।

টিকা দেওয়ার দিক থেকে বিশ্বে প্রথম স্থানে আছে ইজরাইল। ইতোমধ্যে দেশটির ৯৩ লাখ অধিবাসীর প্রায় অর্ধেকেরও বেশি মানুষকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়ার কাজ শেষ। তবে বরাবরের মতোই টিকা দেওয়ার ক্ষেত্রেও ফিলিস্তিনিদের বাধা দিচ্ছে ইহুদিবাদী দেশটি। পশ্চিমতীর, জেরুজালেম ও গাজায় করোনার টিকা প্রবেশ করতে দিচ্ছে না ইজরাইল।

 

The post ইসরাইলের টিকার চালান আটকে দিল ফাইজার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3rQmwMM

No comments:

Post a Comment