Sunday, April 11, 2021

রমজানে ৩৬ দেশে ৯০ হাজার কুরআনের কপি বিতরণ করবে তুরস্ক!

আন্তর্জাতিক ডেস্ক :

করোনা মহামারিরর প্রাদুর্ভাবের এই সময়ে ১৪৪২ হিজরির রমজান মাসে বিশ্বের প্রায় ৩৬টি দেশে প্রবিত্র কুরানুল কারিমের পাণ্ডুলিপি বিতরণ করবে তুরস্ক। দেশটির ধর্মমন্ত্রণালয় কুরআনের কপি বিতরণের এ উদ্যোগ গ্রহণ করেছে। খবর আনাদোলু এজেন্সি।

কুরআন নাজিলের মাসে বেশি বেশি কুরআন অধ্যয়ন ও কুরআনের আলোকে জীবন গড়তে এ উদ্যোগ নিয়েছে তুরস্কের ধর্মমন্ত্রণালয়। তুর্কি সরকারের ধর্ম মন্ত্রণালয় গত পাঁচ বছরের ন্যায় এবারও বিশ্বের ৩৬টি দেশের ঘরে ঘরে কুরআনের কপি পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নিয়েছে।

তুরস্কের ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর আফ্রিকা মহাদেশের দারিদ্র্যপীড়িত ৩৬ টি দেশে কুরআনের ৯০ হাজার কপি বিতরণ করা হবে।।

তাছাড়াও কুরআনুল কারিমের পাণ্ডুলিপি বিতরণের পাশাপাশি এসব দেশের দরিদ্র মানুষদের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।

The post রমজানে ৩৬ দেশে ৯০ হাজার কুরআনের কপি বিতরণ করবে তুরস্ক! appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3uBQPZg

No comments:

Post a Comment