ফাতেহ ডেস্ক:
আগামীকাল শনিবার, ১৯ শা‘বান ১৪৪২ হিজরী মুতাবিক ৩ এপ্রিল ২০২১ তারিখ থেকে সারাদেশে ২২২ টি মারকাযে (সেন্টারে ) অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বলে জানিয়েছে কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ বোর্ড। সরকারের পক্ষ থেকে জারি করা ১৮ দফা নির্দেশনার প্রতি লক্ষ রেখে এ নির্দেশ জারি করেছে বোর্ডটি।
আজ আল-হাইআতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বোর্ডটি এ নির্দেশনা জারি করে।
বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, ‘গত ২৯ মার্চ ২০২১ তারিখে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব স্বাক্ষরিত এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনের (ত) ধারায় বর্ণিত হয়েছে: ‘সশরীরে উপস্থিত হতে হয় এমন যে কোন ধরণের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।’
তাই সকল দাওরায়ে হাদীস পরীক্ষার্থীকে এবং পরীক্ষার হলে দায়িত্বপালনকারী সকল নেগরান হযরতকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হচ্ছে।’
The post স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশ হাইয়ার শিক্ষার্থীদের appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2QZiwwK
No comments:
Post a Comment