ফাতেহ ডেস্ক:
সিলেটের সব পর্যটন স্পট আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে। দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিওনের পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন জানান, সরকারি নির্দেশনা মোতাবেক সিলেট রিজিওনের সব হোটেল, মোটেল, রিসোর্ট ও পর্যটন স্পট আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে। করোনার সংক্রমণ রোধে সবাইকে মাক্স পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের সব পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
এর আগে ২০২০ সালের ১৮ মার্চ সিলেটের সব পর্যটন স্পট বন্ধের ঘোষণা দেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। ছয় মাস পর গত ৯ সেপ্টেম্বর ২৫ শর্তে এসব পর্যটন স্পট ও রিসোর্ট সেন্টার খোলার অনুমতি দেয়া হয়। কিন্তু, কোনো পর্যটন কেন্দ্রই এসব নির্দেশনা পালন করেনি। এ অবস্থায় আবার সিলেটের পর্যটন স্পটসমূহ বন্ধের ঘোষণা এলো।
সূত্র : ইউএনবি
The post সিলেটের সব পর্যটন স্পট বন্ধ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2QOkiR6
No comments:
Post a Comment