রাকিবুল হাসান নাঈম:
করোনা মহামারির কারণে গত দুই বছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও কেউ হজে যেতে পারেননি। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছর বিভিন্ন দেশ থেকে ১০ লাখ মুসল্লিকে হজ পালনের অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ। আগের কোটা অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি পবিত্র হজে যেতে পারছেন। পরে কোটা বাড়ানোয় বাংলাদেশ থেকে আরও ২ হাজার ৪১৫ জন পবিত্র হজ করার সুযোগ পাবেন।
দুই বছর পর অনেকটা স্বাভাবিক পরিবেশে পবিত্র হজ পালনের সুযোগ তৈরি হলেও এবার বাংলাদেশিদের হজে যেতে খরচ বাড়ছে এক লাখ টাকার বেশি। সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজে খরচ হচ্ছে মোট ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। এটি ২০২০ সালের তুলনায় ১ লাখ ২ হাজার ৩৪০ টাকা বেশি। আর দ্বিতীয় প্যাকেজে খরচ হচ্ছে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। এটি ২০২০ সালের তুলনায় ১ লাখ ২ হাজার ১৫০ টাকা বেশি। ২০২০ সালে সরকারি ব্যবস্থাপনায় তৃতীয় প্যাকেজ ছিল ৩ লাখ ১৫ হাজার টাকার। এ বছর এই প্যাকেজটি রাখা হয়নি। এর বাইরে বেসরকারি ব্যবস্থাপনায় কোরবানির খরচ ব্যতীত হজ প্যাকেজের খরচ পড়বে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা। কোরবানি খরচ বাবদ প্রত্যেক হজযাত্রীকে কমপক্ষে ৮১০ (আট শত দশ) সৌদি রিয়াল বা ১৯ হাজার টাকা আলাদাভাবে নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজটির নাম ‘সাধারণ প্যাকেজ’।
এ বছরের হজ প্যাকেজে খরচ বাড়ল কেন জানতে চাইলে সরকার নিবন্ধিত হজ এজেন্সি ইলিয়াস এয়ার বিডির পরিচালক মাকারিম মুহাম্মদদ আহমাদুল্লাহ ফাতেহকে বলেন, ‘সৌদিতে মুআল্লিম খরচ বেড়ে যাওয়ায় হজের খরচ বেড়ে গেছে। এটাই প্যাকেজের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। আগে মুআল্লিম খরচ ছিল ৮০০/১০০০ রিয়াল। এ বছর মুআল্লিম খরচ বেড়ে দাঁড়িয়েছে ৬৩৫০ রিয়ালে। তার মানে শুধু মুআল্লিম খরচই বেড়ে গেছে ৫ হাজার রিয়াল। এদিকে রিয়ালের বিনিময় হারও বাড়তি। এছাড়াও সৌদিতে হোটেল বাড়া বেড়েছে, খাবারের দাম বেড়েছে। বাংলাদেশে বিমানের টিকেটের দাম বেড়েছে। এসব কারণেই মূলত খরচটা বেড়েছে।’
সরকার নিবন্ধিত আরেক হজ এজেন্সি ইউনিভার্সাল ট্রাভেল বিডির পরিচালক তানভির আহমদও একই কথা বললেন। এ বছরের হজ প্যাকেজে খরচ বাড়ল কেন জানতে চাইলে ফাতেহকে তিনি বলেন, ‘এবার মুআল্লিম খরচটাই বেশি হয়ে গেছে। গত মওসুমের তুলনায় বেড়েছে পাঁচগুণ। এ ছাড়া সৌদি আরব সব খাতের ওপর ১৫ শতাংশ ভ্যাট, সার্ভিস চার্জ ও কর অন্তর্ভুক্ত করেছে। হোটেল ও বাড়িভাড়া বৃদ্ধি পেয়েছে। এবার বিমান ভাড়া জনপ্রতি ১ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়েই প্যাকেজের খরচ বেড়েছে।
শুধু বাংলাদেশেই হজের খরচ বাড়েনি। বরং খরচ বেড়েছে পুরো আরব দেশেই।
এই মওসুমে হজের খরচ বাড়ার পেছনে বেশ কয়েকটি কারণকে দায়ী করেছে সিরিয়ার হজ উচ্চ কমিটি। এরমধ্যে কিছু বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত এবং অন্যগুলো সৌদি আরবের উচ্চব্যয় এবং ফি সম্পর্কিত। কারণগুলো হলো: ১. বৈশ্বিক মুদ্রাস্ফীতি, যা বিভিন্ন মূল্যকে প্রভাবিত করে। এবার বিশেষ করে এটি সৌদি আরবের বাসস্থান এবং খাবারে প্রভাব ফেলেছে। ২. বাধ্যতামূলক পরিষেবার দাম বৃদ্ধি। যেমন এরমধ্যে রয়েছে শেয়ারিং পরিষেবা এবং পরিবহন পরিষেবা। ৩. নতুন বাধ্যতামূলক পরিষেবা যোগ করা। যেমন জরুরি সেবা, স্বাস্থ্য বীমা এবং ভিসা ফি। ৪. সৌদি আরবে মূল্য সংযোজন করের হার ৫% থেকে ১৫% বৃদ্ধি । ৫. বিশ্বের সমস্ত কোম্পানিতে এয়ারলাইন টিকিটের মূল্য বৃদ্ধি।
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুন) পর্যন্ত গত ২৪ দিনে সৌদি আরবে গেছেন ৪৪ হাজার ২৩৩ জন হজযাত্রী। এ পর্যন্ত ১২৩টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল। সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪০ হাজার ৮৪৮ জন রয়েছেন।
The post বাংলাদেশি হাজি: যে কারণে বেড়েছে হজের ব্যয় appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/ut3sYWj
No comments:
Post a Comment